Last Updated: Sunday, June 8, 2014, 17:56
শুরুতেই হোঁচট খেল মুম্বই মেট্রো। আজ থেকেই মুম্বইয়ে চালু হল মেট্রো রেল পরিষেবা। প্রথম দফায় ভারসোভা-আন্ধেরি-ঘাটকোপার শাখায় চালু হল মেট্রো রেল৷ কিন্তু বোধনের দিনে দেখা গেল বড়সড় যান্ত্রি গোলযোগ। যার জন্য জাগরুতি স্টেশনের আধ ঘণ্টারও বেশি ট্রেন দাঁডি়য়ে থাকল।