Mumbai restaurant - Latest News on Mumbai restaurant| Breaking News in Bengali on 24ghanta.com
কেন্দ্রকে সমালোচনার খেসারত, মুম্বইয়ে বন্ধ হল রেঁস্তোরা

কেন্দ্রকে সমালোচনার খেসারত, মুম্বইয়ে বন্ধ হল রেঁস্তোরা

Last Updated: Tuesday, July 23, 2013, 12:11

প্রতিবাদ বা সমালোচনা, কোনটাই ভাল ভাবে গ্রহণ করতে পারেন না এদেশের রাজনৈতিক নেতারা। তাঁদের সহনশীলতাও শূন্যের কাছাকাছি থাকতে প্রতিবাদি বা সমালোচকদের মুখ বন্ধ করতে চিরকালই রাষ্ট্র অথবা ক্ষমতাশীল দল অতি সক্রিয়। এই প্রতিষ্ঠিত সত্যিটা আরও একবার প্রমাণিত হল। এবার ঘটনাস্থল মুম্বই। ইউপিএ সরকারের সমালোচনা করার ফল হাতেনাতে পেলেন এক রেঁস্তোরা মালিক। কংগ্রেস নেতাদের দাপটে তালাচাবি দিতে হল রেঁস্তোরার দরজায়।