Last Updated: Saturday, December 7, 2013, 14:14
সাম্প্রদায়িক হিংসায় আগেই পুড়েছে ঘরবাড়ি। এবার আশ্রয় শিবিরেও হানা দিল মৃত্যু। মুজফ্ফরনগরের আশ্রয় শিবিরগুলিতে তীব্র ঠাণ্ডা আর সংক্রামক ব্যাধিতে গত কয়েকদিনে মারা গিয়েছে ৪০টিরও বেশি শিশু। এই খবর সামনে আসতেই তোলপাড় জাতীয় রাজনীতি। কাঠগড়ায় অখিলেশ যাদব সরকার।