Last Updated: Thursday, November 21, 2013, 20:35
মুজফ্ফরনগর ইস্যু ঝুঁকির তাসটা শেষপর্যন্ত খেলেই ফেলল বিজেপি। হিংসার সময় উস্কানির অভিযোগ ছিল যে দুই বিধায়কের বিরুদ্ধে, আজ তাদেরই সম্মান জানালো দল। আর সেটাও আগ্রায়। আজ যেখানে সমাবেশ করলেন নরেন্দ্র মোদী। প্রধান বিরোধী দলকে আক্রমণের এই সুযোগ হাতছাড়া করেনি কংগ্রেস।