Last Updated: Thursday, February 6, 2014, 19:00
শত আইন সত্ত্বেও ডাক্তাররা যখন ওষুধের জেনেরিক নাম প্রেসক্রিপশনে না লিখে দামি কোম্পানির ওষুধের ব্র্যান্ড নামই লেখেন তখন আপনাকে বাধ্য হয়েই সেই ওষুধ কিনতে হয়। কারণ একটাই, আপনি জানেনই না অনেক কম দামে একই কম্পোজিশনের একই গুণগত মানের ওষুধ তৈরি করে একাধিক কোম্পানি। কিন্তু এবার মুশকিল আসান আপনার আঙুলের ডগায়। একই কম্পোজিশনের বিভিন্ন কোম্পানির বিভিন্ন দামের ওষুধের খোঁজ দিতে আপনার অ্যানড্রয়েড ফোনের জন্য আছে একাধিক অ্যাপস।