NIdo Taniyam - Latest News on NIdo Taniyam| Breaking News in Bengali on 24ghanta.com
নিডো হত্যাকাণ্ডের প্রতিবাদের মাঝেই রাজধানীতে আক্রান্ত উত্তর-পূর্বের দুই ছাত্র

নিডো হত্যাকাণ্ডের প্রতিবাদের মাঝেই রাজধানীতে আক্রান্ত উত্তর-পূর্বের দুই ছাত্র

Last Updated: Monday, February 10, 2014, 22:39

দিল্লিতে কমছে না উত্তরপূর্বের ছাত্রছাত্রীদের প্রতি ঘৃণা বিদ্বেষ। নিডো হত্যাকাণ্ডের দু সপ্তাহের মধ্যেই দিল্লিতে আক্রান্ত হলেন উত্তর-পূর্বের দুই ছাত্র। গতকাল রাতে মণিপুরের দুই ছাত্রকে রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। এদিকে আজই দিল্লি হাইকোর্টে জমা পড়ল নিডো তানিয়ামের ময়নাতদন্ত রিপোর্ট। রিপোর্ট বলছে, মাথায় আর মুখে আঘাত লেগেই মৃত্যু হয়েছে অরুণাচলপ্রদেশের ওই ছাত্রের।