NRS hospital - Latest News on NRS hospital| Breaking News in Bengali on 24ghanta.com
গুড়িয়ার দেহে আঘাতের চিহ্ন, রিপোর্ট তলব হাইকোর্টের

গুড়িয়ার দেহে আঘাতের চিহ্ন, রিপোর্ট তলব হাইকোর্টের

Last Updated: Saturday, July 14, 2012, 12:22

গুড়িয়ার দেহের ময়নাতদন্তে মাথায় আঘাতের চিহ্ন মিলেছে। ভিসেরা পরীক্ষার জন্য শরীরের যকৃত, ফুসফুস ও জরায়ুর নমুনা সংগ্রহ করা হয়েছে। শুক্রবার গুড়াপ থানার পুলিসের উপস্থিতিতেই এনআরএস হাসপাতালে গুড়িয়ার দেহের ময়নাতদন্ত করা হয়।