Na Li - Latest News on Na Li| Breaking News in Bengali on 24ghanta.com
`নরক`-এর পাশে বসল টেনিস সুন্দরীদের মেলা

`নরক`-এর পাশে বসল টেনিস সুন্দরীদের মেলা

Last Updated: Monday, October 21, 2013, 15:15

খেলার দুনিয়ায় ইস্তানবুলকে লোকে চেনে নরক মাঠের শহর হিসাবে। ইস্তানবুলে গালাতাসারের ঘরের মাঠকে বলা হয় হেল মানে নরক। কারণ তুরস্কের দর্শকদের জঙ্গি মনোভাব আর কান ফাটানো চিত্‍কারের সামনে নাকি খেলাই দায়। সেই জঙ্গি মাঠের পাশেই বসল টেনিস সুন্দরীদের মেলা। আসলে বছরের সেরা মহিলা আট টেনিস খেলোয়াড়কে নিয়ে হয় এটিপি ওয়ার্ল্ড ট্যুর চ্যাম্পিয়নশিপ। সেরাদের সেরা হওয়ার এই লড়াই আয়োজন হয় ইস্তানবুলে।