Last Updated: Thursday, May 1, 2014, 22:59
তিন বার বিয়ে করেছিলেন ছত্তিসগড়ের ধামতারি জেলার নন্দ কুমার দেবাঙ্গন। কিন্তু, একবারও হিন্দু মতে বিয়ে করেননি। তাই গ্রামবাসীরা ভয় দেখাত ভূতে ধরবে তাঁকে। অবশেষে সেই ভয় কাটাতে একটি কাটারিকেই বিয়ে করে বসলেন নন্দ কুমার।