Nandaramdihi - Latest News on Nandaramdihi| Breaking News in Bengali on 24ghanta.com
জলদাপাড়ায় রওনা দিলো হস্তিশাবক

জলদাপাড়ায় রওনা দিলো হস্তিশাবক

Last Updated: Friday, December 2, 2011, 17:15

অবশেষে জলদাপাড়ায় রওনা দিলো উদ্ধার হওয়া হস্তিশাবক। বুধবার রাতেই জলদাপাড়া থেকে বনদফতরের হস্তিবিশেষজ্ঞরা আসেন বাঘমুন্ডিতে। বৃহস্পতিবার ভোররাতে তাঁদের সঙ্গেই জলদাপাড়ার উদ্দেশে রওনা দিলো উদ্ধার হওয়া হস্তিশাবকটি। মঙ্গলবার রাতে সদ্যোজাত শাবক সহ একটি হস্তিনী ঢুকে পড়ে নন্দরামডিহি গ্রামে। সেখানে অন্ধকারে একটি কুয়োয় পড়ে যায় হস্তিশাবকটি।