Narayan Karthikeyan - Latest News on Narayan Karthikeyan| Breaking News in Bengali on 24ghanta.com
নিজের পারফরম্যান্সে খুশি কার্তিকেয়ন

নিজের পারফরম্যান্সে খুশি কার্তিকেয়ন

Last Updated: Monday, October 31, 2011, 16:18

ইন্ডিয়ান গ্রাঁ পি-তে সতরো নম্বরে শেষ করলেও,নিজের পারফরম্যান্সে খুশি ভারতের চ্যাম্পিয়ন ড্রাইভার নারায়ণ কার্তিকেয়ন। শেষ করতে পেরেই সন্তুষ্ট তিনি। ভারতের মাটিতে প্রথম ফর্মুলা ওয়ান রেস।সেই রেসে একমাত্র ভারতীয় ড্রাইভার ছিলেন নারায়ণ কার্তিকেয়ন।