Narendra Bhati - Latest News on Narendra Bhati| Breaking News in Bengali on 24ghanta.com
৪০ মিনিটে দূর্গা সাসপেন্ড করানোর দাবি করলেন সপা নেতা

৪০ মিনিটে দূর্গা সাসপেন্ড করানোর দাবি করলেন সপা নেতা

Last Updated: Friday, August 2, 2013, 09:43

উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আইএএস দূর্গা শক্তি নাগপালের সাসপেনশন বিতর্ক নয়া মোড় নিল। ফাঁস হয়ে যাওয়া একটি ভিডিও অখিলেশ যাদবের সরকারকে ফের আর একবার প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিল। এই ভিডিওতে সমাজবাদী পার্টির এক ডাকসাইটে নেতা দাবি করেছেন মাত্র ৪০মিনিটে তিনিই দূর্গাকে সাসপেন্ড করিয়েছেন।