Naroda Patiya massac - Latest News on Naroda Patiya massac| Breaking News in Bengali on 24ghanta.com
নারোদা-পাটিয়া গণহত্যার রায়দান স্থগিত

নারোদা-পাটিয়া গণহত্যার রায়দান স্থগিত

Last Updated: Saturday, June 30, 2012, 15:44

গুজরাটে ২০০২ সালের গোধরা পরবর্তী দাঙ্গাপর্বের কুখ্যাত নারোদা-পাতিয়া গণহত্যাকাণ্ড মামলার রায়দান স্থগিত রাখল আমদাবাদের বিশেষ আদালত। শনিবার নারোদা-কাণ্ডের তদন্তে নিয়োজিত বিশেষ তদন্তকারী দলের কৌঁসুলি এবং অভিযুক্ত পক্ষের বক্তব্য শোনার পর অতিরিক্ত মুখ্য বিচারক জোত্‍স্না ইয়াগনিক আগামী ২৯ অগাস্ট পর্যন্ত রায়দান স্থগিত রাখার কথা ঘোযণা করেন।