Last Updated: Friday, August 3, 2012, 20:56
ছমাস আগে ফার্স্ট লুকেই চমকে দিয়েছিল জিসম ২। সিক্ত চাদরে ঢাকা শায়িত নিরাবরণ নারী শরীর আলোড়ন ফেলে দিয়েছিল টুইটারে। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল কে এই ললনা? মূলত তিন জনকে ঘিরেই ছিল প্রশ্ন। বিপাশা বসু, মল্লিকা শেরওয়াত আর সানি লিওন।