National free roamin - Latest News on National free roamin| Breaking News in Bengali on 24ghanta.com
অক্টোবরেই মোবাইল ফোনে উঠছে রোমিং পরিষেবা

অক্টোবরেই মোবাইল ফোনে উঠছে রোমিং পরিষেবা

Last Updated: Thursday, March 7, 2013, 19:03

ট্রাইয়ের সবুজ সঙ্কেত পেলেই মোবাইল ফোনে জাতীয় রোমিং পরিষেবা তুলে নেবে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক। সেক্ষেত্রে লোকাল রেটেই ফোন করা যাবে এবং ফোন রিসিভ করলে কোনও চার্জ লাগবে না। বৃহস্পতিবার রাজধানীতে ন্যাশনাল ইন্টারনেট রেজিস্ট্রি সিস্টেমের উদ্বোধন করে একথা জানালেন টেলিকম মন্ত্রী কপিল সিব্বল। ফলে রোমিং-এর জন্য কোনও গ্রাহককে বাড়তি টাকা গুনতে হবে না।