Last Updated: Thursday, April 11, 2013, 17:23
অমৃতসরের বিজেপি এমপি তথা প্রাক্তন ক্রিকেটার নভজত সিং সিধু আসন্ন ২০১৪-এর লোকসভা নির্বাচনে আর প্রতিদদ্বন্দ্বিতা করবেন না। হয়ত সরে দাঁড়াবেন রাজনীতি থেকেও। বুধবার তাঁর স্ত্রী ও বিজেপির মুখ্য সংসদীয় সম্পাদক নভজত কৌর সিধু এ কথা জানিয়েছেন। তিনি জানান দলের মধ্যেই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সিধুকে কোণঠাসা করার অভিসন্ধি চলছে। তাই সিধু নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন। নভজত কৌরের এই বিস্ফোরক মন্তব্যের পর স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে পাঞ্জাবের রাজ্য বিজেপি নেতৃত্ব।