Last Updated: Saturday, August 31, 2013, 10:25
অলিম্পাস স্পেস সেটেলমেন্ট প্রজেক্ট জমা দিয়ে নাসার প্রথম পুরস্কার পেল ব্যারাকপুরের নভোনীল নিয়োগী। ২০১২ সালে নাসার প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিল নভোনীল। তার পরিকল্পনায় উচ্ছ্বসিত নাসা। আর তারই ফলস্বরূপ কয়েক হাজার প্রতিযোগীকে টেক্কা দিয়ে প্রথম পুরস্কার জিতে নিয়েছে ১২ বছরের কিশোর।