Last Updated: Monday, December 5, 2011, 13:33
ফের বিজ্ঞাপনী বিভ্রাটের গেরোয় ইউপিএ সরকার! এবার গাফিলতির অভিযোগ খোদ প্রতিরক্ষা মন্ত্রকের বিরুদ্ধে! গত ৪ ডিসেম্বর `জাতীয় নৌসেনা দিবস` উপলক্ষে দেশের নানা সংবাদপত্রে পাতা জোড়া বিজ্ঞাপন দিয়েছিল ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ শাখা। আর এখানেই ঘটেছে গুরুতর গোলমাল।