Last Updated: Tuesday, September 17, 2013, 10:39
মার্কিন নৌবাহিনীর ঘাঁটিতে হামলার ঘটনায় এক আততায়ীকে সনাক্ত করল পুলিস। ৩৪ বছরের ওই বন্দুকবাজের নাম অ্যারন অ্যালেক্সিস। মার্কিন নৌবাহিনীর প্রাক্তন অফিসার অ্যারন কেন ওই হামলা চালাল তা নিয়ে অবশ্য ধন্দে রয়েছে মার্কিন নৌসেনা।