Nawada police statio - Latest News on Nawada police statio| Breaking News in Bengali on 24ghanta.com
রণবীর সেনা-প্রধানের খুন ঘিরে উত্তপ্ত আরা, আক্রান্ত ডিজি

রণবীর সেনা-প্রধানের খুন ঘিরে উত্তপ্ত আরা, আক্রান্ত ডিজি

Last Updated: Friday, June 1, 2012, 10:50

অজ্ঞাতপরিচয় আততায়ীদের গুলিতে খুন হলেন বিহারের কুখ্যাত রণবীর সেনার প্রধান ব্রহ্মেশ্বর সিং ওরফে মুখিয়াজি। ঘটনার পরই প্রবল উত্তেজনা ছড়ায় ভোজপুর জেলার সদর শহর আরায়। আগুন ধরানো হয় পুলিসের গাড়িতে। ঘটনাস্থল পরিদর্শনে এসে উত্তেজিত রণবীর সেনা সমর্থকদের হাতে প্রহৃত হন বিহার পুলিসের ডিরেক্টর জেনারেল অভয় আনন্দ।