Last Updated: Monday, June 25, 2012, 18:41
বছরের দ্বিতীয় হাই প্রোফাইল বিয়ের জন্য তৈরি বলিউড। রিতেশ-জেনেলিয়ার পর এবার গাঁটছড়া বাঁধছেন ড্রিমগার্ল তনয়া এষা দেওল। ২৯ জুন বিয়ে করছেন এষা। তার ৪ দিন আগে সোমবার থেকেই শুরু হয়ে গেল বিয়ের অনুষ্ঠান। আজ এষার সঙ্গীতের মহা অনুষ্ঠানে গোটা বি-টাউন জুড়েই সাজসাজ রব।