Last Updated: Sunday, September 2, 2012, 15:39
আর কিছুক্ষণ পরেই ঐতিহাসিক মূহূর্তের সাক্ষী হতে চলেছে ভারতীয় ফুটবল। সুনীল, নবি, সুব্রতদের সামনে নেহরু কাপ জয়ের হ্যাটট্রিকের হাতছানি। তবে এবারের প্রতিদ্বন্দ্বী ক্যামেরুনের থেকে ধারে ভারে বেশ পিছিয়ে ভারত। তাই ফাইনালে অনেকটা ব্যাকফুটে থেকেই নয়াদিল্লিতে খেলতে নামছে ভারতীয় দল।