Netaji Controversy - Latest News on Netaji Controversy| Breaking News in Bengali on 24ghanta.com
নেতাজির জন্মজয়ন্তী ঘিরে দানা বাঁধল বিতর্ক

নেতাজির জন্মজয়ন্তী ঘিরে দানা বাঁধল বিতর্ক

Last Updated: Wednesday, January 23, 2013, 15:14

নেতাজির ১১৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে তৈরি হল বিতর্ক। কেন্দ্রীয় নেতাজি জয়ন্তী কমিটির তরফে আজ রেড রোডে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে প্রতিবছর মূর্তিতে মাল্যদানের জন্য মই বা মঞ্চের আয়োজন করে পূর্ত দফতর। এই বছর কোনও মই বা মঞ্চের আয়োজন না থাকায় নেতাজির মূর্তিতে মালা দিতে পারেননি কেউই। অগত্যা মূর্তির পাদদেশে মালা রেখে যান শ্রদ্ধা জানাতে আসা অগনিত মানুষ।