New 24 parganas - Latest News on New 24 parganas| Breaking News in Bengali on 24ghanta.com
টিফিনের পয়সা বাঁচিয়ে ১০০ জন দুঃস্থ বৃদ্ধার হাতে শীতবস্ত্র তুলে দিল একঝাঁক নতুন প্রজন্ম

টিফিনের পয়সা বাঁচিয়ে ১০০ জন দুঃস্থ বৃদ্ধার হাতে শীতবস্ত্র তুলে দিল একঝাঁক নতুন প্রজন্ম

Last Updated: Friday, January 3, 2014, 11:17

টিফিনের পয়সা বাঁচিয়ে ১০০জন দুঃস্থ বৃদ্ধার হাতে শীতবস্ত্র তুলে দিল একাদশ শ্রেণির পড়ুয়ারা। পয়লা জানুয়ারি দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর এক নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে রীতমত অনুষ্ঠান করে বৃদ্ধাদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। ছাত্রছাত্রীদের এই অভিনব উদ্যোগে গর্বিত স্কুলের শিক্ষকরাও। স্কুলে যাওয়ার পথে দুঃস্থ বৃদ্ধাদের ঠান্ডায় কুঁকড়ে থাকতে দেখেই পরিকল্পনাটা এসেছিল মথুরাপুর এক নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের মাথায়। শীতের কামড় থেকে যদি কিছুটা স্বস্তি দেওয়া যায় প্রবীণ মানুষগুলিকে। আর এরপরই গত দুমাস ধরে টিফিনের পয়সা বাঁচাতে শুরু করেন স্কুলের তিন হাজার ছাত্রছাত্রী।