Last Updated: Saturday, January 25, 2014, 15:07
অটো চালকদের দৌরাত্ম্য বন্ধে পরিবহনমন্ত্রী রাস্তায় নামার কিছুক্ষণের মধ্যেই ফের যাত্রী হেনস্থার অভিযোগ উঠল অটো চালকের বিরুদ্ধে। নিউ আলিপুর এলাকায় এক মহিলা যাত্রীর সঙ্গে খুচরো নিয়ে বচসা বাধে অটো চালক বাপি সিংয়ের। অভিযোগ, এরপরই ওই মহিলা যাত্রীর গলা টিপে ধরেন অভিযুক্ত চালক। ঘটনার পরই নগরপালকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন পরিবহনমন্ত্রী। এরপরই অটো চালকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় খুনের চেষ্টা,ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়। চণ্ডিতলা এলাকা থেকে অভিযুক্ত অটো চালক বাপি সিংকে গ্রেফতার করা হয়েছে।