New Brazil coach - Latest News on New Brazil coach| Breaking News in Bengali on 24ghanta.com
ব্রাজিলের কোচ হচ্ছেন স্কোলারি! সরলেন মেনজেস

ব্রাজিলের কোচ হচ্ছেন স্কোলারি! সরলেন মেনজেস

Last Updated: Saturday, November 24, 2012, 20:37

ফুটবলের দেশের ফুটবল আঁধারে। ফিফা ক্রমতালিকায় সর্বকালের খারাপ অবস্থানে নেমে যাওয়ার `কোপ` পড়ল মেনো মেনজেসের উপর। পারফরম্যান্স ভাল না হওয়ায় কোচ মেনো মেনজেসকে তাড়িয়ে দিল ব্রাজিল ফুটবল ফেডারেশন। পরের বছর নিজেদের দেশে কোপা আমেরিকা, তারপর ২০১৪ বিশ্বকাপ। এই দুটো বড় প্রতিযোগিতার আগে ব্রাজিলের ফুটবলকে চাগিয়ে তুলতে কোচ বদলের সিদ্ধান্ত নেওয়া হয়।