Last Updated: Monday, October 8, 2012, 16:46
আন্তর্জাতিক মঞ্চে ফের ২৪ ঘণ্টার উজ্জ্বল উপস্থিতি। আমেরিকার নিউ জার্সিতে হয়ে গেল প্রবাসী বাঙালির উত্সব, রাহুল গ্রুপ নিবেদিত চব্বিশ ঘণ্টা বঙ্গমঞ্চ। সঞ্চালকের ভূমিকায় ছিলেন চব্বিশ ঘণ্টার এডিটর ইনপুট অঞ্জন বন্দ্যোপাধ্যায়। নাচ, গান, আড্ডা, তর্কে ভরা এই অনুষ্ঠান প্রবাসীদের জন্য বঙ্গজ বিনোদনের জমজমাট প্যাকেজ। ছিল চারটি বাংলা ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারও।