New York Broadway - Latest News on New York Broadway| Breaking News in Bengali on 24ghanta.com
ব্রডওয়ের মেন্টরকে এক মিলিয়নের কুর্নিশ মেরিলের

ব্রডওয়ের মেন্টরকে এক মিলিয়নের কুর্নিশ মেরিলের

Last Updated: Friday, October 5, 2012, 23:07

জো প্যাপের হাত ধরেই ব্রডওয়েতে পা রাখেন মেরিল। ১৯৭৫-এ এই নিউ ইয়র্ক পাবলিক থিয়েটারের প্রযোজনায় `ট্রেলনি অফ দ্য ওয়েলস`এ তাঁর প্রথম আত্মপ্রকাশ। এই অর্থদানের পর একটি প্রেস বিজ্ঞপ্তিতে মেরিল জানান, তাঁর বন্ধু, মেন্টর জো প্যাপ এবং এই থিয়েটারের প্রাক্তণ সদস্য, সমর্থক এবং ঘনিষ্ঠ বন্ধু নোরা এফ্রনের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ হিসেবেই এই অর্থ দান করলেন তিনি।