New York University - Latest News on New York University| Breaking News in Bengali on 24ghanta.com
স্বামীদের থেকে বেশি শিক্ষিত, অধিক রোজগারকারী ভারতীয় মহিলারাই বেশি পারিবারিক হিংসার শিকার

স্বামীদের থেকে বেশি শিক্ষিত, অধিক রোজগারকারী ভারতীয় মহিলারাই বেশি পারিবারিক হিংসার শিকার

Last Updated: Thursday, March 27, 2014, 19:42

স্বামীর ওপর আর্থিক ভাবে নির্ভরশীল হয়ে জীবন কাটানোর দিন এখন শেষ। অনেক মহিলাই এখন আর্থিক ভাবে স্বনির্ভর। অনেকে আবার সংসারের সিংহভাগ খরচাও নিজের কাঁধেই তুলে নেন। কিন্তু সেখানেও রয়েছে ঝুঁকি। সমীক্ষা বলছে, যেইসব ভারতীয় মহিলারা স্বামীর থেকে বেশি রোজগার করেন, তাঁরাই বেশি পারিবারিক হিংসার কবলে পড়েন।