New Zealand gay coup - Latest News on New Zealand gay coup| Breaking News in Bengali on 24ghanta.com
সমলিঙ্গে বিয়ের ফুল ফুটল এ বার নিউজিল্যান্ডে

সমলিঙ্গে বিয়ের ফুল ফুটল এ বার নিউজিল্যান্ডে

Last Updated: Monday, August 19, 2013, 10:23

ওশিয়েনিয়া মহাদেশেও ফুটল সমলিঙ্গে বিবাহের ফুল। বিশ্বের ১৪ তম দেশ হিসাবে সরকার স্বীকৃত সমলিঙ্গে বিবাহ হয়ে গেল নিউডিল্যান্ডে। সোমবার সকালেই নিউজিল্যান্ডের বিভিন্ন গির্জায় মোট ৩১ জন যুগল আঙটি বিনিময় করে সমলিঙ্গে বিবাহ সারলেন। দীর্ঘদিন লড়াইয়ের পর বিপরীত লিঙ্গের না হয়েও প্রিয় মানুষকে বিয়ে করার সুযোগ পেয়ে প্রত্যেকের মুখেই যেন যুদ্ধ জয়ের হাসি।