New alipur Sarada As - Latest News on New alipur Sarada As| Breaking News in Bengali on 24ghanta.com
বেসরকারিকরণের বিরুদ্ধে নিউ আলিপুর সারদা আশ্রম স্কুলে বিক্ষোভ জানালেন অভিভাবকরা

বেসরকারিকরণের বিরুদ্ধে নিউ আলিপুর সারদা আশ্রম স্কুলে বিক্ষোভ জানালেন অভিভাবকরা

Last Updated: Thursday, February 6, 2014, 22:21

বেসরকারিকরণের প্রস্তাবকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নিউ আলিপুর সারদা আশ্রম বালিকা বিদ্যালয়ে। এই ইস্যুতে আজ সকাল থেকে ওই স্কুলে দফায় দফায় বিক্ষোভ দেখান অভিভাবকেরা। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে নিউ আলিপুর থানায় অভিযোগও দায়ের করেন তাঁরা। নিউ আলিপুর সারদা আশ্রম বালিকা বিদ্যালয় বেসরকারি করণ করার কথা বৃহস্পতিবারই জানতে পারেন অভিভাবকেরা। স্কুল কর্তৃপক্ষের এধরনের সিদ্ধান্তে উত্তেজিত হয়ে পড়েন তাঁরা। প্রতিবাদে দফায় দফায় শুরু হয় বিক্ষোভ। অভিভাবকদের বক্তব্য, স্কুল বেসরকারিকরণ হলে পড়াশুনোর মান নেমে যাবে। আগামী দিনে স্কুলের ফিও অনেকটা বাড়িয়ে দেওয়া হবে বলে আশঙ্কা করছেন তাঁরা। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনেছেন অভিভাবকেরা।