Last Updated: Friday, August 16, 2013, 12:47
পঁয়ত্রিশ বছর বাদে নয়া এক মাংসাশী স্তন্যপায়ী প্রাণীর সন্ধান মিলল আমেরিকায়। কিছুটা বিড়াল ও কিছুটা ভল্লুকের মত দেখতে প্রাণীর নাম অলিঙ্গুইটো। আগে অলিঙ্গুইটোকে ভল্লুকের সঙ্গে গুলিয়ে ফেলতেন বিশেষজ্ঞরা। দৈঘ্যে এরা প্রত্যেকেই ৪০ থেকে ৭০ সেন্টিমিটার। ওজন তিন থেকে নয় কেজি। প্রচুর লোম থাকায় প্রবল ঠাণ্ডাতেও এরা নিজেদের শরীরের উষ্ণতা বজায় রাখতে পারে।