Nijeria - Latest News on Nijeria| Breaking News in Bengali on 24ghanta.com
নাইজেরিয়ায় পর পর বিস্ফোরণ, মৃত ২০

নাইজেরিয়ায় পর পর বিস্ফোরণ, মৃত ২০

Last Updated: Saturday, January 21, 2012, 19:03

কার্ফু জারি করেও সে দেশের কানো শহরে হিংসা রুখতে ব্যর্থ নাইজেরিয়া প্রশাসন। অসমর্থিত সূত্রের খবর শুক্রবারও কানো শহরে ২০ জনের মৃত্যু হয়েছে। প্রশাসন জানিয়েছে সংখ্যাটা ৭-এর বেশি নয়।