Nila Dasgupta - Latest News on Nila Dasgupta| Breaking News in Bengali on 24ghanta.com
এএমআরআই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৯১

এএমআরআই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৯১

Last Updated: Sunday, December 11, 2011, 19:57

এএমআরআই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। রবিবার বেলভিউ ক্লিনিকে নীলা দাশগুপ্ত নামে এক রোগীর মৃত্যু হয়েছে। আজ সকালে মৃত্যু হয় সুপ্রিয় গুহ নামক আর এক রোগীর। ঢাকুরিয়া এএমআরআইর অগ্নিকাণ্ডে তিনি গুরুতর আহত হয়েছিলেন। আজ সকালে এসএসকেএস-এ মৃত্যু হয় তাঁর ।