Nirvaya - Latest News on Nirvaya| Breaking News in Bengali on 24ghanta.com
স্বরণে নির্ভয়া, দেশে মেয়েদের জন্য প্রথম আগ্নেয়াস্ত্র `নির্ভীক` নিয়ে এল ভারতীয় অর্ডন্যান্স ফ্যাক্টরি

স্বরণে নির্ভয়া, দেশে মেয়েদের জন্য প্রথম আগ্নেয়াস্ত্র `নির্ভীক` নিয়ে এল ভারতীয় অর্ডন্যান্স ফ্যাক্টরি

Last Updated: Friday, January 10, 2014, 12:46

ভারতীয় মহিলাদের আক্ষরিক অর্থে আত্মরক্ষার হাতিয়ার তৈরি করল কানপুরের ভারতীয় অর্ডন্যান্স ফ্যাক্টরি। নির্ভীক নামের .৩২ বোর, ৫০০ গ্রাম ওজনের রিভলভার বাজারে আনল তারা। এটি ভারতের প্রথম আগ্নেয়াস্ত্র যেটি বিশেষভাবে মহিলাদের জন্য তৈরি। ২০১২ ডিসেম্বরে দিল্লি গণধর্ষণ কাণ্ডে নিহত নির্ভয়ার স্মৃতির উদ্দেশ্যে এই রিভলবার উৎসর্গ করেছে অর্ডন্যান্স ফ্যাক্টরি।