Nita Ambani - Latest News on Nita Ambani| Breaking News in Bengali on 24ghanta.com
প্রথম মহিলা হিসেবে রিলায়েন্স বোর্ডে নিযুক্ত নীতা

প্রথম মহিলা হিসেবে রিলায়েন্স বোর্ডে নিযুক্ত নীতা

Last Updated: Wednesday, June 18, 2014, 19:58

রিলায়েন্সের প্রথম মহিলা ডিরেক্টর হলেন মুকেশ আম্বানি পত্নী নীতা আম্বানি। সম্প্রতি দেশের নতুন আইনে বলা হয়েছিল প্রতিটি প্রাইভেট সংস্থার বোর্ডে অন্তত একজন মহিলা সদস্য রাখতে হবে। এরপরই নীতা আম্বানির নাম ঘোষনা করে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নীতা আম্বানিকে স্বাগত জানিয়েছেন শেয়ারহোল্ডাররা।