Nitification - Latest News on Nitification| Breaking News in Bengali on 24ghanta.com
জিটিএ বিজ্ঞপ্তি জারি, বেঁকে বসতে পারে মোর্চা

জিটিএ বিজ্ঞপ্তি জারি, বেঁকে বসতে পারে মোর্চা

Last Updated: Wednesday, March 14, 2012, 21:10

জিটিএ-র বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। মঙ্গলবারই মহাকরণে বিজ্ঞপ্তি জারির কথা জানিয়েছিলেন মুখ্যসচিব সমর ঘোষ। তার সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, জিটিএ-র নির্বাচন হবে ডিজিএইচসি-র আওতায়। এতেই বেঁকে বসেছে মোর্চা নেতৃত্ব। মোর্চার পাল্টা হুঁশিয়ারি, ডিজিএইচসি-র এলাকায় নির্বাচন হলে সেই নির্বাচনে সামিল হবে না তারা।