Nokia Mobile - Latest News on Nokia Mobile| Breaking News in Bengali on 24ghanta.com
ইতিহাসের পাতায় ঢুকতে চলেছে নোকিয়া, নতুন নাম মাইক্রোসফট মোবাইল

ইতিহাসের পাতায় ঢুকতে চলেছে নোকিয়া, নতুন নাম মাইক্রোসফট মোবাইল

Last Updated: Monday, April 21, 2014, 22:10

ভারতীয়দের মোবাইল ফোনের স্বপ্ন দেখিয়েছিল নোকিয়া। নীল রঙের সেই মুঠোফোন পৌছে দিয়েছিল উন্নত প্রযুক্তির একেবারে চৌকাঠে। মোবাইল ফোনের তালিকা থেকে এবার মুছে যেতে চলেছে বহু ভারতীয়র নস্টালজিয়া নোকিয়ার নাম।