Last Updated: Thursday, November 24, 2011, 21:51
নোকিয়া সিমেন্স নেটওয়র্ক সারা বিশ্বে ১৭ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই টেলিফোন যন্ত্রাংশ বিক্রয়কারী সংস্থা আপাতত লোকসানে চলছে বলে দাবি করেছে।
উৎপাদন ব্যয় এবং সংস্থা পরিচালনার বার্ষিক খরচের ওপর রাশ টানতেই এই সিদ্ধান্ত বলে সংস্থার তরফ থেকে জানান হয়েছে।