Last Updated: Monday, March 10, 2014, 15:37
এবার অ্যানড্রয়েড ফোনের জগতে পা রাখল নোকিয়া। সোমবার ভারতের বাজারে চলে এল নোকিয়ার অ্যানড্রয়েড-স্মার্টফোনের পরিবার এক্স সিরিজের সদস্যরা। এই পরিবারের তিনটি ফোন the Nokia X, X+ and XL -এ প্রথমবার নোকিয়া গুগলের অ্যানড্রয়েড সফটওয়্যারটি ব্যবহার করেছে। আপাতত ভারতে পাওয়া যাবে নোকিয়া এক্স ফোনটি। দাম ৮.৫৯৯ টাকা। নোকিয়ার তরফ থেকে জানানো হয়েছে Nokia X+ ও Nokia XL ফোন দুটি আগামী ৬০ মাসের মধ্যে ভারতীয় বাজারে পাওয়া যাবে।