Last Updated: Saturday, February 23, 2013, 09:48
অস্কার মঞ্চে পারফরম্যান্স নিয়ে ভীষণ উত্তেজিত নোরা জোনস। এ বছরের অস্কার অনুষ্ঠানের সঞ্চালক সেদ ম্যাকফারলেন ছবি টেড-এর সাউন্ডট্র্যাক `এভরিবডি নিডস অ্যা বেস্ট ফ্রেন্ড` পারফর্ম করবেন তিনি। গানটির গীতিকার সেফ এবং নোরা। অস্কারে অরিজিনাল সং ক্যাটেগরিতে নমিনেশন পেয়েছে গানটি। এই ছবিতে অভিনয়ও করেছেন নোরা।