Last Updated: Saturday, January 11, 2014, 21:11
নাসার নিউক্লিয়ার স্পেকট্রোস্কোপিক টেলিস্কোপ সারি বা NuSTAR -এর ক্ষমতার ঝলক দেখল দুনিয়া। একটি মৃত তারার মধ্যেকার শক্তির ছবি প্রকাশ করল। হাতের মত দেখতে ``হ্যান্ড অফ গড``-নামের সেই ছবি এখন মাতাচ্ছে পৃথিবী।