Last Updated: Tuesday, November 12, 2013, 11:58
চারমূর্তির উলটপুরাণে শোরগোল সারা বিশ্বে। গ্লোবাল ওয়ার্মিং রুখতে পরমাণু বিদ্যুতের দাবি করছেন তাঁরা। অতীতে ওই চার বিজ্ঞানীই পরমাণবিক শক্তির কড়া বিরোধিতা করেছেন। সুর বদলে তাঁরাই এখন বলছেন,জীবাশ্ম জ্বালানীর ওপর মানুষের অতিরিক্ত নির্ভরতা কমাতে হবে। না হলে দূষণের হাত থেকে বাঁচানো যাবে না পৃথিবীকে।