Last Updated: Friday, October 11, 2013, 15:10
মালালার নোবেল প্রাপ্তি হল না। এবারের নোবেল শান্তি পুরস্কার পাচ্ছে `প্রহিবিশন অফ কেমিক্যাল ওয়েপনস` (ওপিসিডবলিউ) নামে একটি এক শান্তিকামী সংস্থা।
রাসায়নিক অস্ত্র প্রতিরোধে এই সংস্থা বিশ্বজুড়ে কাজ করেছে। বর্তমানে সিরিয়ায় রাসয়নিক অস্ত্র নির্মূলের পরিকল্পনায় ব্যস্ত এই সংস্থা। নরওয়ের হাগুইতে `ওপিসিডবলিউ`-এর সদর দফতর। ভারত সহ ১৯০টি দেশ এই সংস্থার সদস্য।