Oil contro - Latest News on Oil contro| Breaking News in Bengali on 24ghanta.com
২৪ ঘণ্টার খবরের জের, তেল চুরির ঘটনায় নড়েচড়ে বসল পুর কর্তৃপক্ষ

২৪ ঘণ্টার খবরের জের, তেল চুরির ঘটনায় নড়েচড়ে বসল পুর কর্তৃপক্ষ

Last Updated: Saturday, November 30, 2013, 21:48

২৪ ঘণ্টার খবরের জের। তেলচুরির ঘটনায় অডিট রিপোর্ট সামনে আসার পর নড়েচড়ে বসল পুর কর্তৃপক্ষ। গাড়ির ব্যবহারে চালু হচ্ছে নয়া নিয়ম। ম্যানেজার এবং তার ওপরের স্তরের আধিকারিকেরাই এবার থেকে গাড়ি ব্যবহারের সুযোগ পাবেন। প্রয়োজনে অফিসারদের ক্ষেত্রেও পুলকার ব্যবস্থা চালু হতে পারে কলকাতা পুরসভায়কলকাতা পুরসভার দুহাজার বারো তেরো সালের ইন্টারনাল অডিটে সামনে এসেছে গাড়ির জ্বালানি খাতে কয়েক কোটি টাকা নয়ছয়ের হিসেব। নথি খতিয়ে দেখতে গিয়ে কর্পোরেশনের সেন্ট্রাল গ্যারেজের নথিতে মিলেছে বিস্তর অসঙ্গতি। তার জেরেই শুক্রবার সার্কুলার জারি করেন পুর কমিশনার খলিল আহমেদ।