Ole Einar Bjoerndale - Latest News on Ole Einar Bjoerndale| Breaking News in Bengali on 24ghanta.com
সর্বকালের সফলতম শীতকালীন অলিম্পিয়ান হয়ে গেলেন `৪০ এর বুড়ো`

সর্বকালের সফলতম শীতকালীন অলিম্পিয়ান হয়ে গেলেন `৪০ এর বুড়ো`

Last Updated: Thursday, February 20, 2014, 15:23

মাইকেল ফেল্পস। রজার ফেডেরার । টাইগার উডস। এই নামগুলোত অর্ধেক শুনেও গোটা বিশ্ব বলে দিতে পারে। কিন্তু ওলে ইনেয়ার বন্দোলে। এই নামটা শোনেনি! আপনার, আমার মত হয়ত অর্ধেক বিশ্বও শোনেনি। কিন্তু এবার থেকে নরওয়ের ৪০ বছরের এই ক্রীড়াবিদের নামটা মনে রাখুন। কারণ এই ওলেই হলেন এখন শীতাকালীন অলিম্পিকের সফলতম ক্রীড়াবিদ।