Olympic fold - Latest News on Olympic fold| Breaking News in Bengali on 24ghanta.com
নির্বাসন কাটিয়ে অলিম্পিকে ফিরল ভারত

নির্বাসন কাটিয়ে অলিম্পিকে ফিরল ভারত

Last Updated: Wednesday, May 15, 2013, 15:44

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)-র দাবি মেনে নেওয়ায় অলিম্পিকে ফিরল ভারত। নতুন করে নির্বাচনে রাজি আইওএ। আজই ভারতীয় অলিম্পিক সংস্থার নির্বাসন ওঠা নিয়ে বৈঠক হল সুইজারল্যান্ডের লুসানে৷ সেই বৈঠকে ভারতীয় অলিম্পিক সংস্থা আইওসি-র নিয়ম মেনে নির্বাচনে রাজি হওয়ায় বরফ গলল। নির্বাসন তুলতে অভিনব বিন্দ্রা কর্তাদের সঙ্গে ভারতের হয়ে সওয়াল করেন ৷