Last Updated: Friday, May 9, 2014, 15:19
নিয়ম রয়েছে ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে হলে বয়স হতে হবে অন্তত ১৩। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। ভারতের বহু শহরে ৮ থেকে ১৩ বছর বয়সী শিশুরা ভীষণ ভাবেই ফেসবুকে আসক্ত হয়ে পড়ছে। বয়স বাড়িয়ে বিশেষত শহুরে শিশুদের এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অ্যাকাউন্ট খোলার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অ্যাসোচামের করা একটি সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।