Last Updated: Monday, November 18, 2013, 19:01
ফের খোলা বাজার থেকে এক হাজার কোটি টাকা ঋণ নিল রাজ্য। এবার রিজার্ভ ব্যাঙ্কের কাছে স্থাবর সম্পত্তি বন্ধক রেখে রাজ্য এই নিল। অর্থ দফতরের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতেই এই ঋণ নেওয়ার কথা জানিয়েছে রাজ্য। এর আগেও খোলা বাজার থেকে দু বার ঋণ নিয়েছে রাজ্য। এবারও ফের ঋণ নেওয়ায় রাজ্যে কাঁধে সুদের বোঝা বাড়বে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।