Last Updated: Tuesday, April 8, 2014, 09:44
আজ থেকে নির্বাসনে যাচ্ছে সে। আজ থেকে পার্সোনাল কম্পুউটার বা ল্যাপটপের সঙ্গে আর দেখা যাবে না তাকে। ১১ বছর সারা বিশ্বজুড়ে দাপিয়ে বেড়ানোর পর এবার তার জানলা চিরতরে বন্ধের পালা। আজ থেকে মাইক্রোসফটের জনপ্রিয়তম অপরেটিং সিস্টেম উইনডোজ XP-এর উপর পর্দা নেমে যাচ্ছে। সফটওয়্যার জায়েন্ট মাইক্রোসফট আজ থেকে তাদের সবচেয়ে বেশি দিন ধরে চলা অপরেটিং সিস্টেমকে সমস্ত রকম টেকনিক্যাল সাপোর্ট দেওয়া বন্ধ করে দিচ্ছে।